২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ছাগলনাইয়ায় ১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা  বৃত্তি ও উপকরণ দিলেন মাহী রাসেল
  • Updated Nov 26 2023
  • / 491 Read

নিজস্ব প্রতিনিধি,
ছাগলনাইয়ায় সুবিধাবঞ্চিত মেধাবী ১ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ও স্কুল ব্যাগসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী উচ্চ বিদ্যালয় মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগ’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সমাজসেবক আহমেদ মাহী রাসেল’র ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 


অনুষ্ঠানে মহামায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজাহান মিনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল। প্রধান বক্তা ছিলেন পদক প্রাপ্ত শিক্ষক কবি ওবায়দুর রহমান মজুমদার। 
চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া মডেল থানার পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি তাজুল ইসলাম মামুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি মোর্শেদ।


অনুষ্ঠানে উপজেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, খাতা, কলম, বই, পেনসিল, কাটার, ইরেজার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে নগদ ১ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
আয়োজক আহমেদ মাহী রাসেল বলেন, বছরের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন। আর আমি মহামায়া ইউনিয়নে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছি। এতে করে কোন শিক্ষার্থী পিছিয়ে পড়বেনা। দরিদ্র ও সুবিধাবঞ্চিত  শিক্ষার্থীরাও এগিয়ে যাবে।

Tags :

Share News

Copy Link

Comments *